1. admin@news24hour.net : admin :
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য প্রোটিয়াদের দল ঘোষণা - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য প্রোটিয়াদের দল ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

সেপ্টেম্বর ও অক্টোবর মাস মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। যেখানে রাখা হয়নি বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটারদের। তরুণদের নিয়ে দুই দলের সঙ্গে সিরিজ খেলবে প্রোটিয়ারা।

আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ১৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ২৭ সেপ্টেম্বর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর দুই সিরিজের ওয়ানডে সিরিজের জন্য টেম্বা বাভুমাকে নেতৃত্ব করে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

এই দুই সিরিজের জন্য প্রোটিয়ার কোন দলেই রাখা হয়নি কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, মার্কো জানসেন, তাবরেজ শামসি, ডেভিড মিলার এবং ক্লাসেনদের। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। আর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন জেসন স্মিথ, এনকাবা পিটার এবং আন্দিলে সিমেলেন।

পিটার এবং জেসন অবশ্য দক্ষিণ আফ্রিকার জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আগেই। তবে ২১ বছর বয়সী অলরাউন্ডার সিমেলেনের জন্য এটি আন্তর্জাতিক দলে প্রথম ডাক।

আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, ভিয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, এনকাবা পিটার, আন্দিলে সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে এবং লিজাদ উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, বিওর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, রায়ান রিকেল্টন, আন্দিলে সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস এবং লিজাদ উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুইন, ভিয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, এনকাবা পিটার, রায়ান রিকেল্টন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, র‍্যাসি ভ্যান ডুসেন, কাইল ভেরেইনে এবং লিজাদ উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park