1. admin@news24hour.net : admin :
বামরুনগ্রাদ হেলথ ফেয়ার বাংলাদেশে: আজীবন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

বামরুনগ্রাদ হেলথ ফেয়ার বাংলাদেশে: আজীবন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

নিউজ24আওয়ার ডেস্কঃ আজীবন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিয়ে বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো হেলথ ফেয়ারের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে ভাইটাল লাইফ সায়েন্টিফিক ওয়েলনেস সেন্টার এবং এসপারন্যান্স ক্লিনিক।

দেশের সবাইকে এই স্বাস্থ্যমেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছে বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল। প্রতিষ্ঠানটি বলছে, এই মেলা পরিদর্শনের মাধ্যমে বেসিক হেলথ স্ক্রিনিং থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা এবং জটিল চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা মিলবে।

বামরুনগ্রাদের আয়োজনে এই স্বাস্থ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। যিনি এই স্বাস্থমেলার আয়োজনে সমর্থন দিয়েছেন।

বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। যারা আন্তর্জাতিক রোগীদের সহায়তা প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী অগ্রগামী।

বামরুনগ্রাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল। এই স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠানটি বছরে ১৯০টি দেশের ১১ লাখেরও বেশি রোগীদের চিকিৎসা সহায়তা দিচ্ছে। যার মধ্যে বাংলাদেশের রোগীরাও আছেন।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এই বেসরকারি হাসপাতালটি এশিয়ার প্রথম হাসপাতাল যারা যুক্তরাষ্ট্রভিত্তিক জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাশের (জেসিআই) স্বীকৃতিপ্রাপ্ত। বিশ্বখ্যাত গণমাধ্যম নিউজ উইক এই হাসপাতালটিকে টানা দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডের সেরা হাসপাতাল হিসাবে স্থান দিয়েছে। এছাড়াও থাইল্যান্ডের একমাত্র হাসপাতাল হিসেবে বামরুনগ্রাদ ২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতালের তালিকায় জায়গা করে নিয়েছে।

বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের সেন্টার অব এক্সিলেন্স সম্পূর্ণ পরিসরের পরিষেবা প্রদান করে। যার মধ্যে রয়েছে-অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসার এবং উন্নত অত্যাধুনিক ব্যথা নিরাময় চিকিৎসার মতো জটিল অস্ত্রোপচার পদ্ধতিসহ বিভিন্ন রোগ ও অবস্থার রোগীদের জন্য রোগ নির্ণয়, চিকিৎসা এবং ফলো-আপ পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park