1. admin@news24hour.net : admin :
৪২ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

৪২ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের বিনোদনের অন্যতম ও আকর্ষণীয় স্থান সাজেক ভ্যালি। দীর্ঘ এক মাস ১২ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালির দুয়ার খুলছে আজ থেকে। পাহাড়ের সংঘাত এবং নিরাপত্তার জন্য পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিত করণে ২০ সেপ্টেম্বরের পর পর্যটকরা আর সাজেকমুখি হতে পারেননি।

মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। অর্থ্যাৎ আজ থেকে পাহাড়ঘেরা এই আকর্ষণীয় স্থান দর্শনে আর কোনো বাধা থাকছে না।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ।

গত দেড় মাস ধরে সাজেকে পর্যটক ভ্রমণ করতে না পারায় ৮-৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাজেক পর্যটক সংশ্লিষ্টরা জানান, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়ার ১৪টির বেশি রেস্তোরাঁ থাকলেও গত দেড় মাস ছিল না কোনো বিক্রি।

নিরাপত্তা নিয়ে আর কোনও শঙ্কা নেই জানিয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধি-নিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। সাজেক রাঙামাটি জেলায় হলেও এর অবস্থানগত কারণে এটি খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়, যেহেতু খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য বিধি-নিষেধ খুলে দেওয়া হচ্ছে, তাই ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park