1. admin@news24hour.net : admin :
জানুয়ারি থেকে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দুই সেমিস্টার ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ ইউজিসির - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

জানুয়ারি থেকে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দুই সেমিস্টার ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ ইউজিসির

  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

অল্প কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে বাকি সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো তাদের উচ্চশিক্ষা কার্যক্রম তিন সেমিস্টার পদ্ধতিতে পরিচালনা করে আসছে। এ বিষয়ক একটি চিঠি কমিশন থেকে গত ২৮ নভেম্বর বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রারদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং কিছুসংখ্যক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সঙ্গে বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ২৪(৩) এবং ৩৫(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রোগ্রাম ও কোর্স অনুমোদনের অন্যতম শর্ত হলো ‘প্রোগ্রামটি অবশ্যই ডুয়াল সেমিস্টার ভিত্তিতে পরিচালনা করতে হবে।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) পূর্বেও একাধিক বার বিশ্ববিদ্যালয় গুলোকে নোটিশ দিয়েছেন তিন সেমিস্টার থেকে দুই সেমিস্টার পদ্ধতিতে পরিবর্তন করার জন্য। দেশে বর্তমানে ১০৯ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসির এই বাই-সেমিস্টার কার্যক্রমের নির্দেশনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্টজনরা। এতে করে শিক্ষকরা পাঠদান ও গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাবে। তারাহুরো করে কোর্স শেষ করার করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park