1. admin@news24hour.net : admin :
সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে, যা আদেশের জন্য রয়েছে, এমন তথ্য জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে ২২ সেপ্টেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। রিমান্ড শুনানি উপলক্ষে আজ সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park