1. admin@news24hour.net : admin :
বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, অচিরেই চালু হওয়ার আভাস নেই - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, অচিরেই চালু হওয়ার আভাস নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিটও বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎকেন্দ্রটি যে অচিরেই উৎপাদনে যেতে পারবে, সেই সম্ভাবনা ক্ষীণ বলে আভাস মিলেছে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকের কথায়।

তিনি বলেন, “একটি টারবাইন চালাতে দুইটা ইলেকট্রো হাইড্রলিক ওয়েল পাম্প লাগে। ২০২২ সালে একটি ইলেকট্রো হাইড্রলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যায়।

“তখন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হলেও তারা যন্ত্রাংশ সরবরাহ করেনি। ফলে একটা পাম্প দিয়েই এতদিন ইউনিট চালু ছিল। সেই একটা পাম্পও সোমবার নষ্ট হওয়ায় পুরো প্লান্ট বন্ধ হয়ে গেছে।”

কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২৫ মেগাওয়াট করে। এর মধ্যে ২ নম্বর ইউনিটটি বন্ধ আছে ২০২০ সালের শেষভাগ থেকে। আর ১ নম্বর ইউনিটে বর্তমানে সংস্কার কাজ চলমান আছে।

সোমবার বন্ধ হওয়া তৃতীয় ইউনিটের সক্ষমতা ২৭৪ মেগাওয়াট হলেও সেটি ১৯০ থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল।
আবু বক্কর সিদ্দিক জানান, চুক্তিবদ্ধ চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান হারবিন ইলেক্ট্রিক ইন্টরন্যাশনালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠাতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর বলেন, “ওই প্রতিষ্ঠানের সাথে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ বছরের চুক্তি আছে যে, তারা সব খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে।

“কিন্তু গত ৪ বছরে একটি যন্ত্রাংশও সরবরাহ করেনি। তাদের বারবার চিঠি দিয়েও কোন সাড়া মেলেনি। চুক্তি থাকার কারণে ওই খুচরা যন্ত্রাংশ কিনতে পারছি না।”

কবে নাগাদ বিদ্যুৎকেন্দ্র চালু হতে পারে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের সাথে সোমবারও কথা হয়েছে। তারা জানিয়েছে, যন্ত্রাংশ সরবরাহে দুই সপ্তাহ সময় লাগবে।

“বাংলাদেশে এই যন্ত্রাংশ পাওয়া যায় না, ফলে তা কেনাও যাচ্ছে না। এতে করে কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব তা এ মুহূর্তে বলা সম্ভব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park