1. admin@news24hour.net : admin :
ফাওড়াতে পুকুর জলাশয় লুণ্ঠনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

ফাওড়াতে পুকুর জলাশয় লুণ্ঠনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিল উপজেলায় ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাওড়া বরকোন্দাজ বাড়িতে দীর্ঘদিন ধরে প্রায় ১৪টি জলাশয়ে গত একযুগ ধরে মাছ চাষের মাধ্যমে লুন্ঠন করে আসছে বাড়ির একটি চক্র।এ ব্যাপারে গতকাল চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দেন বাড়ির একজন স্থায়ী বাসিন্ধা। অভিযোগে জানানো হয় ১৪টি জলাশয় বাড়ির কিছু লোক একটা গ্রæপ করে গত প্রায় ১২ বছর যাবৎ জোর পূর্বক ভোগ দখল করে আসছে। গত দুই মাস আগে অভিযোগকারী নিজে তাদেরকে বসে এসব বিষয়ে হিসাব নিকাশ দিতে আহব্বান করার পরও তারা তার আহŸবানে সাড়া দেননি। ধারনা করা হচ্ছে গত ১২ বছরে ১৪৪ মাস প্রতিটি জলাশয়ে থেকে যদি ৫০০০ টাকা করে আয় আসে তাহলে ১৪৪ মাসে মোট আয় দাড়াঁয় ১ কোটি ৮০ হাজার টাকা। এই বিপুল পরিমান টাকা তারা দীর্ঘদিন আত্বস্বাত করে আসছে।
লুন্ঠনকারীরা দীঘদিন ধরে লুণ্ঠনকরে আসলেও বাড়ির কাউকে কোন প্রকার হিসাব দিচ্ছে না,কেউ হিসাব চাইলেও তার প্রতি দেখাচ্ছে কিশোরগ্যাং এর ন্যায় কর্মকান্ড।যার কারনে বাড়ির কেউ সহজে তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না।লুন্ঠনকারী হিসাবে অভিযুক্ত ব্যাক্তিগন হলেন ঃ (১) মো ঃ আরিফ (৩২) পিতা-মৃত তাজুল ইসলাম (২) মোঃ রাশেদ আলম (৪৫) পিতা-মৃত কবির হোসেন (৩) মোঃ জাহাঙ্গির আলম (৬০) পিতা-মৃত সায়েদুল হক (৪) মোঃ রুহুল আমিন (৬৫) পিতা-মৃত বজলুর রহমান (৫) মোঃ হেলাল (৫৫) পিতা-মৃত হাসান দরবেশ।
অভিযোগকারী এ বিষয়ে আইনি সহযোগীতা চেয়েছেন।অভিযোগকারী দাবী করেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব সময়ে আইনের প্রতি সন্মান ও বিশ্বাস রাখি। সেই কারনে আমি মনে করি বিষটি আইনগত ভাবে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহনের জন্য যাবতীয় পদক্ষেপের জন্য বিনীত ভাবে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park