1. admin@news24hour.net : admin :
ঘোড়াঘাট থানা থেকে সরিয়ে নেওয়া হলো সেনা সদস্যদের - নিউজ ২৪ আওয়ার
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাট থানা থেকে সরিয়ে নেওয়া হলো সেনা সদস্যদের

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা সদস্যদের। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা থানা চত্বর থেকে চলে যান।
শনিবার (৭ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সারাদেশে বিশৃঙ্খলা হয়। পুলিশ সদস্যরা কর্মস্থল ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে দেশের সব থানায় মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন সেনা সদস্যরা।

সরকার পতনের পরবর্তী এক সপ্তাহে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হামলা, মারপিট, ভাঙচুরসহ বেশ কিছু ঘটনা ঘটলেও ঘোড়াঘাট থানায় দু-একটি
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো পরিবেশ ছিল স্বাভাবিক। ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় ও বিএনপি-
জামায়াতের নেতারা। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পুলিশের কার্যক্রম।

সরকার পতনের ঠিক এক মাসের মাথায় ঘোড়াঘাট থানা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হলো। বিদায়ের আগে সহযোগিতার জন্য ঘোড়াঘাটবাসী এবং
পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা সদস্যরা। নতুন দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন সামরিক বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park