1. admin@news24hour.net : admin :
সম্পদের পাহাড় এমপি নিজাম হাজারীর - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

সম্পদের পাহাড় এমপি নিজাম হাজারীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

অন্যের জমি দখলসহ নানা অভিযোগ উঠে আসছে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। এত দিন ভয়ে কেউ মুখ খোলেননি। অভিযোগ আছে, টেন্ডার বাণিজ্য, জমি দখল আর চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গড়েছেন সম্পদের পাহাড়।
ফেনী সদরের বালিগাঁওয়ের একটি এলাকা ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর দখলে। মসজিদ-মাদরাসা তৈরির কথা বলে এসব জমি তিনি দখল করেছেন বলে অভিযোগ আছে।

ভুক্তভোগীরা বলছেন, কিছু না বলে জমিতে মাটি ফেলে দখলে নেন নিজাম হাজারী। পরে কম টাকায় জোর করে রেজিস্ট্রি করে নেন। অনেকে জমি হারিয়েও কোনো টাকা পাননি।

প্লট পরিবর্তনের পর নিজাম হাজারী পলাতক থাকায় অনেকে এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন। জানাচ্ছেন, তাঁর টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। তাঁর নিজ দলেই তাঁকে ঘিরে রয়েছে অসন্তোষ।

নিজাম হাজারীর বিষয়ে যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুঁঞা জানান, তিনি কখনো রাজনীতি করেননি। দল বিক্রি করে টাকা ইনকাম করেছেন। ফেনী পৌরসভাতে এক শতাংশ জায়গা বিক্রি করতে হলেও, রেজিষ্ট্রি অফিসে বলাই আছে তাঁর অনুমতি ছাড়া কোনোভাবেই কেনা-বেচা করতে পারবে না।

আরও অভিযোগ আছে, গেল ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার করে পাঁচ একর জুড়ে তৈরি করেছেন বিলাসবহুল বাগান বাড়ি, চারটি বহুতল ভবনসহ বিপুল সম্পদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park