1. admin@news24hour.net : admin :
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১ - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদেক মিয়া (৬০) নামে এক নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সাদেক মিয়া কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি জাহাজের ক্রু ছিলেন।

জাহাজে আগুন লাগার পর সাদেক পানিতে ঝাঁপ দেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।
কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্ট গার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র তেলবাহী জাহাজে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park